গুম, খুন, গণতন্ত্র ও মানবাধিকার লুণ্ঠনের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদেরকে বিচারের মুখোমুখী করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অয়োতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
গয়েশ্বর বলেন, ''এতদিন জঙ্গি জঙ্গি বলে বক্তব্য দেয়ার পর এখন শেখ হাসিনা কান ধরে বলছেন দেশে জঙ্গি নেই। জঙ্গির তকমা লাগিয়ে যাদের উপর নির্যাতন করেছেন তার বিচারও হবে।''
তিনি আরও বলেন, আওয়ামী লীগ বলে তারা নাকি ধর্মনিরপেক্ষ। অথচ তারা ক্ষমতায় আসলে মসজিদ, মন্দিরে হামলা হয়। যাদেরকে গত কয়েক বছর ধরে হত্যা করা হয়েছে এসব হত্যার প্রতিশোধ নেওয়ারও হুঁশিয়ারি দেন বিএনপির অন্যতম হুমকি দেন গয়েশ্বর।
বিডি-প্রতিদিন/০৫ জানুয়ারি, ২০১৬/মাহবুব
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        