চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার বাংলাবাজার গুলশান আবাসিক এলাকার দিদার কলোনি থেকে আজিম হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে আটক করেছে পুলিশ।
আজিম হোসেন স্থানীয় শেরশাহ স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। তার বাবা মোহাম্মদ আজাদ এলাকার সবজি বিক্রেতা বলে জানা গেছে।
বায়েজিদ বোস্তামী থানার পুলিশ জানায়, আজিমের বাবা ও মা সকালে কাজে বেরিয়ে যান। দুপুরের দিকে বাসায় কেউ ছিল না। আজিমেরও ১১টার দিকে স্কুলে চলে যাওয়ার কথা ছিল। দুপুরে বাবা আজাদ বাসায় ফিরে দেখেন আজিমের রক্তাক্ত লাশ পড়ে আছে। কে বা কারা তাকে জবাই করে হত্যা করে ফেলে রেখে গেছে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন ঘটনার সত্যতা স্বীকার করে দ্জানান, খালি ঘরে একা পেয়ে কে বা কারা আজিমকে গলাকেটে হত্যা করে পালিয়ে গেছে। আমরা এ ব্যাপারে তদন্ত করছি।
বিডি-প্রতিদিন/ ০৫ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন