মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিলের চূড়ান্ত রায়েও ফাঁসি রায় বহাল থাকায় আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।
বুধবার সকাল পৌনে ৯টার দিকে নিজামীর চূড়ান্ত রায় ঘোষণার পর রাজধানীর শাহবাগে আনন্দ উল্লাস করে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গঠিত সংগঠনটি।
গণজাগরণ মঞ্চের সদস্যরা জাতীয় পতাকা নিয়ে কয়েক দফায় আনন্দ মিছিল করেন। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।
এসময় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, “নিজামীর ফাঁসির রায় বহাল থাকায় গণতন্ত্রের বিজয় হয়েছে। কিন্তু যতোদিন সব যুদ্ধাপরাধীর বিচার না হবে এবং জামায়াত-শিবিরকে নিষিদ্ধ না করা হবে ততদিন গণজাগরণ মঞ্চের আন্দোলন চলবে।
নিজামীর রায় কার্যকরের মধ্য দিয়ে দেশ থেকে স্বাধীনতা বিরোধী অপশক্তির পতন হবে বলেও দাবি করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
বিডি-প্রতিদিন/০৬ জানুয়ারি, ২০১৫/মাহবুব
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        