আপিল বিভাগে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে দলটির ডাকা সারাদেশে সকাল-সন্ধ্যা ‘শান্তিপূর্ণ হরতাল’ বৃহস্পতিবার ভোর থেকে চলছে।
এর আগে, জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বুধবার সকালে এ কর্মসূচির ঘোষণা করেন।
এদিকে, হরতালকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা, অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৭ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন