রাজধানীর পল্লবীর ৪নং ওয়াবদা কলোনির ১০নং সেকশনের এ ব্লকের একটি বাসা থেকে দেলোয়ার হোসেন (২৭) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নিহত দেলোয়ার হোসেন মৃত ইয়াসিন আলীর ছেলে।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পল্লবী থানার এসআই লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুইদিন আগে ঝগড়া করে দেলোয়ারের স্ত্রী তার বাবার চলে যান। এ কারণে তার স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৭ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন