আগামী ৭২ ঘণ্টার মধ্যে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গঠিত সংগঠন গণজাগরণ মঞ্চ।
শুক্রবার সন্ধ্যায় শাহবাগ প্রজন্ম চত্বরে বাংলাদেশি কূটনীতিক মৌসুমী রহমানকে প্রত্যাহারের প্রতিবাদে এক সমাবেশে মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এ দাবি জানান।
 
তিনি বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি পাকিস্তানের সকল কূটনীতিককে বাংলাদেশ থেকে প্রত্যাহার করা না হয় তাহলে পাকিস্তান হাইকমিশন ঘেরাও করা হবে। সরকার এটি কার্যকর করতে ব্যর্থ হলে গণজাগরণ মঞ্চের কর্মীরা সকল কূনীতিককে ধরে পাকিস্তান পাঠানের ব্যবস্থা করবে। এতে যদি সরকার কোন বাধা দেয় তাহলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ডা. ইমরান বলেন, যারা আমাদের স্বাধীনত স্বার্বভৌমত্বকে অস্বীকার করে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। মৌসুমী রহমানকে প্রত্যাহার করে পাকিস্তান প্রমাণ করেছে তারা বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্কের তোয়াক্কা করে না। তারা কোন কারণ ছাড়াই তাকে প্রত্যাহার করেছে। সরকারেরও উচিত তাদের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করা।
 
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে কাজ করছে। সরকারের উচিত খুব শিগগিরই তাদের নিষিদ্ধ করা এবং সকল যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করা।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি, ২০১৫/মাহবুব
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        