জিয়াউর রহমান রাজাকারের দ্বিতীয় জন্মদাতা আর খালেদা জিয়া নব্য রাজাকার বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ইনু বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক শুরু হয়েছে, এ বিতর্ক করছে একাত্তরের যুদ্ধাপরাধী জামায়াতিরা। আর তাদের সঙ্গে যোগ হয়েছেন বেগম জিয়া ও তার দল। তিনি নব্য রাজাকার।
তিনি বলেন, একাত্তরে পাকিস্তানিরা সোহরাওয়ার্দী উদ্যানে নিঃশর্ত আত্মসমর্পণ করেছিলো। রাজাকারের সঙ্গে কোনো ঐক্য নেই। দানবের সঙ্গে মানুষের ঐক্য হয় না।
বিডি-প্রতিদিন/ ০৯ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন