শিরোনাম
১১ জানুয়ারি, ২০১৬ ১৫:২৫

সেশনজট হলে দায়ী অর্থমন্ত্রী: শিক্ষক সমিতি

অনলাইন ডেস্ক

সেশনজট হলে দায়ী অর্থমন্ত্রী: শিক্ষক সমিতি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এস এস এম মাকসুদ কামাল জানিয়েছেন, শিক্ষার্থীরা সেশনজটে পড়লে তার জন্য অর্থমন্ত্রী দায়ী থাকবেন। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতিকালে কলাভবনের সামনে বটতলায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মাকসুদ কামাল বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা গত আট মাসে কোনো আন্দোলনে যাইনি, বরং আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে চেয়েছিলাম। অর্থমন্ত্রী আমাদের একবার আশ্বাস দেন, আবার সেই আশ্বাস সম্পর্কে আর কোনো অগ্রগতির কথা জানান না। তিনি বলেন, অথচ এখন অর্থমন্ত্রী বলছেন, শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে তিনি কিছু জানেন না। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের পূর্ণ কর্মবিরতি চলবে।

গত ২ জানুয়ারি এ কর্মবিরতির ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। সে ঘোষণা অনুযায়ী আজ থেকে পূর্ণ কর্মবিরতিতে গেলেন শিক্ষকরা। অষ্টম জাতীয় বেতন কাঠামোয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেয়া প্রতিশ্রুতি পূরণ ও অন্যান্য অসংগতি দূর করার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন শিক্ষকরা।


বিডি-প্রতিদিন/ ১১ জানুয়ারি, ২০১৬/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর