জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে আসামি বহনকারী একটি পুলিশ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পুলিশ-আসামীসহ ১০ জন আহত হয়েছে
আজ বৃস্পপতিবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি র্ফামের সামনে এঘটনা ঘটে।
পুলিশ জানায় দুপুরে আশুলিয়া থানা থেকে বিভিন্ন মামলার আসামিদের নিয়ে পিকাপ ভ্যানে করে আদালতের উদ্দেশ্যে রওয়ানা দেয় পুলিশ। পরে আসামীসহ পুলিশের পিকাপ ভ্যানটি ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি র্ফাম এলাকায় পৌঁছালে পিকাপ ভ্যানটি নিয়ন্ত্রন হাড়িয়ে খাদে পড়ে যায়। এসময় পুলিশ ও আসামিসহ আহত হয় অন্তত ১০ জন। এসময় স্থানীয়রা আহত পুলিশ সদস্য ড্রাইভার আসলাম, কনস্টেবল জয়নাল ও কনস্টেবল নুর ইসলামকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। আর আহত আসামিরা হলেন হুমায়ন, নারী আসামী শিরিন, মোয়াজ্জেম, মাসুদসহ আরো তিন জন। আহত আসামীরা এখন পর্যন্ত পিকাপ ভ্যানের ভিতরে রয়েছে। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনা স্থল পরিদর্শন করেছে।
বিডি-প্রতিদিন/ ১৪ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        