রাজধানীর উত্তরায় নির্মাণাধীন ছয়তলা ভবনের চারতলা থেকে পড়ে মাধব রায় (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হহেয়ছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাধবের সহকর্মী কবির বলেন, প্রতিদিনের মতো আজও আমরা ভবনে কাজ করছিলাম। সকালে চারতলায় ড্রিল মেশিন দিয়ে কাজ করার সময় মেশিনের ধাক্কায় মাধব নিচে পড়ে যায় এবং গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মাধবের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার কোটামারা গ্রামে।
বিডি-প্রতিদিন/ ১৪ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        