বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনের জের কাটতে না কাটতে এবার পুলিশে হাতে নির্যাতনের শিকার হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জোন অফিসার বিকাশ চন্দ্র দাস (৪৫)।
শুক্রবার ভোর ৫টার দিকে এ নির্যাতনের ঘটনা ঘটে। পরে আহত বিকাশকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
নির্যাতনের শিকার বিকাশ রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকার বাসিন্দা।
আহতের বোন জামাই চন্দন দাস জানান, বিকাশ প্রতিদিন সকালে রাস্তা পরিদর্শনে বের হন। এদিন সকালে তিনি রাস্তা পরিদর্শনে বের হলে রাস্তায় ডিউটিরত পুলিশ সদস্যরা তাকে মেরে আহত করে এবং গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। পরে পরিচয় দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট এলাকার টহলদলের ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. আকাশ নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, বিকাশ সকালে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় তাকে থামতে বলা হয়। তিনি মোটরসাইকেল না থামিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। পরে তাকে ধাওয়া করে ধরা হয়। পরিচয় দিলে ছেড়ে দেওয়া হয়। তারা তাকে নির্যাতন করেননি বলে দাবি করেন তিনি।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৬/মাহবুব