রংপুর মহানগর জাতীয় পার্টির (জাপা) সদস্য সচিব ইয়াসির আহম্মেদকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে নগরীর মুন্সিপাড়া কবরস্থানের সামনে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর আড়াইটার দিকে কবর জিয়ারত শেষে দিকে মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে ওই স্থানে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ত্রাসীদের ধরতে বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৬/মাহবুব