রাজধানীর সূত্রাপুরের একরামপুর মোড় এলাকায় ধারালো অস্ত্র দিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত পৌনে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন কুমার বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তবে সে সময় আশপাশের দোকানপাট বন্ধ পাওয়া যায়।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৬ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন