রাজশাহীর চারঘাটে দেশি অস্ত্র ও গুলিসহ দুজনকে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার সারদা ইউনিয়নের খোর্দ্দগোবিন্দপুর গ্রামের সাবেক ইউপি সদস্য নুর ইসলাম ও একই এলাকার আজিজুর রহমানের ছেলে মুজিবুর রহমান। বুধবার গভীর রাতে উপজেলার সারদা ইউনিয়নের খোর্দ্দগোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ নিবারণ চন্দ্র বর্মন।
ওসি নিবারণ চন্দ্র বর্মন জানান, সারদা ইউনিয়নের খোর্দ্দগোবিন্দপুর গ্রামের সাবেক ইউপি সদস্য নুর ইসলামের ছেলে সজিব তার দলবল নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতাসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে আসছিল। পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিডি-প্রতিদিন/৭ এপ্রিল ২০১৬/শরীফ