জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার দুদকের তদন্ত কর্মকর্তা হারুন অর রশীদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের হাইকোর্ট বেঞ্চ উত্থাপিত হয়নি মর্মে রিট আবেদনটি খারিজ করে দেন।
এর আগে গত ৯ মার্চ সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদা জিয়ার পক্ষে এ আবেদনটি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।