হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শৌচাগারের কমোড থেকে দুই কেজি ওজনের ২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। আজ বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্বর্ণের চালান এসেছে- এমন খবরে বিমানবন্দরে তল্লাশি চালানো হয়। পরে কাস্টম হলে এক নম্বর বেল্টের পাশে একটি শৌচাগারের কমোডের ভেতর স্বর্ণের বারগুলো পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১০০ গ্রাম। জব্দ হওয়া স্বর্ণের মূল্য প্রায় এক কোটি টাকা।
পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি শুল্ক গোয়েন্দারা।
বিডি-প্রতিদিন/০৭ এপ্রিল ২০১৬/ এস আহমেদ