একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামের আমির মতিউর রহমান নিজামির সঙ্গে কাশিমপুর কারাগারের সাক্ষাৎ করেছেন তার পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ নিজামির সঙ্গে সাক্ষাৎ করেন তার স্ত্রী বেগম সামসুন্নাহার নিজামী, ছেলে ব্যারিস্টার নজীব মোমেন, দুই পুত্রবধূ ও মেয়েসহ পরিবারের ৬ সদস্য।
কারাগারের জেলার মো. নাশির আহমেদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, নিজামির সঙ্গে সাক্ষাতের জন্য পরিবারের সদস্যরা বৃহস্পতিবার আবেদন করেন। পরে দুপুর ১২টা ৫০ মিনিটে নিজামির পরিবারের ৬ সদস্য তার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে দুপুর দেড়টার দিকে তারা কারাচত্বর ত্যাগ করেন।
বিডি-প্রতিদিন/০৭ মার্চ, ২০১৬/মাহবুব