চট্টগ্রামে বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ সোহেল হত্যার বিচার চাইলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সোহেলের খুনিদের গ্রেফতার দাবিতে নগর ছাত্রলীগের একাংশ আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচিতে তিনি এ দাবি করেন।
ছাত্রলীগ নগর শাখার সহসভাপতি রেজাউল আলম রনির সভাপতিত্বে ও সহ সভাপতি মো. শাকিলের পরিচালনায় অনুষ্ঠিত অনশনে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, অ্যাড. চন্দন তালুকদার, কাউন্সিলর নাজমুল হক ডিউক, হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর আবিদা আজাদ, সাবেক ছাত্রনেতা দিদারুল আলম দিদার, জাবেদুল আলম সুমন, হেলাল উদ্দিন, ছাত্রনেতা ইয়াছির আরাফাত, মিথুন মল্লিক, মঈনুর রহমান মঈন ও ফয়সাল বাপ্পী প্রমুখ।
সিটি মেয়র নাছির বলেন, সোহেলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে কয়েকজনকে শনাক্ত করে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হলেও মূলহোতা এখনও গ্রেফতার হয়নি, যা দুঃখজনক ও অনাকাঙ্খিত।
বিডি-প্রতিদিন/০৭ মার্চ, ২০১৬/মাহবুব