রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ মোড় থেকে নাহিদ সেরনিয়াবাত (৩০) ও জুবায়ের (২৯) নামে দুই যুবককে অস্ত্র ও গুলিসহ আটক করেছে র্যাব। র্যাব-১০ এর পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
ওই ক্ষুদে বার্তায় বলা হয়, নাহিদ ও তার সহযোগী জুবায়েরের বাড়ি বরিশালে। তারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও টেণ্ডার ডাকাতির সঙ্গে জড়িত এবং এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত। আটকের সময় তাদের কাছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৮ এপ্রিল ২০১৬/ এস আহমেদ