চলন্ত সিএনজি অটোরিকশা থেকে হঠাৎ রাস্তায় লাফিয়ে পরলেন এক তরুণী। সেই সাথে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলেন সে। এরপর এগিয়ে আসলেন পথচারীরা। আটক কার হলো সেই অটোরিকশা চালককে।
এটি চট্টগ্রাম মহানগরীর এমএ আজিজ স্টেডিয়ামের বিপরীতে রেডিসন ব্লু হোটেল ফটকসংলগ্ন সড়কে বৃহস্পতিবার দুপুর ২টার ঘটনা।
প্রত্যাক্ষদর্শীসুত্রে জানা যায়, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে এক তরুণী অটোরিকশা থেকে লাফিয়ে পড়ার পর আশপাশের লোকজন ধরে ফেলে অটোরিকশাটি। সেই অটোরিকশার ভেতর থেকে আটক করা হয় চালকসহ দুজনকে। উদ্ধার করা হয় অটোরিকশায় থাকা আরো এক তরুণীকে।
উদ্ধার হওয়ার পর ঐ দুই তরুণী জানান, তারা নগরীর মনসুরাবাদ এলাকায় যাওয়ার জন্য ভাড়া ঠিক করে সিএনজি অটোরিকশায় ওঠেন। কিন্তু চালক নির্দিষ্ট গন্তব্যে না গিয়ে উল্টোদিকে চালাতে থাকে। এ সময় তারা বার বার চালককে থামাতে এবং সঠিক পথে যাওয়ার জন্য অনুরোধ করলেও চালক তার আসনের পাশে আরো একজনকে তুলে নিয়ে উল্টোদিকেই চালাতে থাকে। তাদের কাছে ঘটনাটি সন্দেহজনক হওয়ায় তারা চিৎকার করতে থাকেন এবং একপর্যায়ে রেডিসন ব্লু হোটেলের কাছে এলে চলন্ত অবস্থায় একজন লাফিয়ে পড়েন।
এদিকে স্থানীয়রা ঐ দুই তরুণীকে উদ্ধারের পর অটোরিকশাচালক ও তার সহযোগীকে আটক করে গণধোলাই দেয়। পরে কোতোয়ালি থানা পুলিশে সোপর্দ করা হয় তাদের। এসময় সিএনজি অটোরিকশাটিও (চট্টমেট্রো-থ-১২-১০৬৫) জব্দ করে পুলিশ।
বিডি-প্রতিদিন/৮ এপ্রিল, ২০১৬/ হিমেল-১৬