চট্টগ্রামের সদরঘাট থানার সাহেব পাড়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষে মো. ইদ্রিস (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই সংঘর্ষ হয় বলে জানা গেছে। সংঘর্ষে গুরুতর আহত ইদ্রিসকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানোর সময় কুমিল্লাতে তার মৃত্যু হয়।
শুক্রবার (০৮ এপ্রিল) সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আক্তার জানান, নিহত ইদ্রিস স্থানীয় আবদুল জব্বারের ছেলে। ইদ্রিসের সঙ্গে স্থানীয় জাহাঙ্গীরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জাহাঙ্গীর ও তার ভাই আলমসহ কয়েকজন বৃহস্পতিবার ইদ্রিসের ওপর হামলা চালায়। এ সময় ইদ্রিসকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। কয়েক বছর আগে ইদ্রিসের চাচাত ভাই গণিকেও জাহাঙ্গীরের পক্ষের লোকজন খুন করেছিল।
বিডি-প্রতিদিন/০৮ এপ্রিল ২০১৬/ এস আহমেদ