জাপানি নাগরিক হিরোই মিয়াতার (৬১) মরদেহ হস্তান্তর করেছে উত্তরা (পূর্ব) থানা পুলিশ। শুক্রবার (০৮ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জাপান দূতাবাসের কর্মকর্তা-কার্মচারীরা উপস্থিত হয়ে মরদেহ বুঝে নেন।
উত্তরা (পূর্ব) থানার উপ-পরিদর্শক (এসআই) মুশফিকুর রহমান জানান, জাপানি নাগরিক ওই নারীর মরদেহ দীর্ঘ কয়েক মাস ঢামেক মরচুয়ারিতে রাখা ছিলো।
গত বছর হিরোই মিয়াতা মারা গেলে উত্তরা থানায় একটি হত্যা মামলা (মামলা নম্বর: ১১/২২-১১-১৫) দায়ের করা হয়। পরে উত্তরার একটি কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়।
বিডি-প্রতিদিন/০৮ এপ্রিল ২০১৬/ এস আহমেদ