বর্ণাঢ্য শোভাযাত্রা, ঢাকের বাদ্য আর বাসন্তী সাজে রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অ্যালামনাই ও প্রথম সম্মিলনের প্রথম দিনের উদ্বোধন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক উপাচার্য অনুষ্ঠানের উদ্বোধক প্রফেসর ড. আবদুল খালেক।
মতিহারের সবুজ চত্বরে প্রাণের টানে মিলন মেলায় যোগ দিতে ছুটে এসেছেন বিভিন্ন সময়ে শিক্ষাজীবন শেষ করে কর্মক্ষেত্রে ব্যস্ত শিক্ষার্থীরা। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা শহীদুল্লাহ কলাভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে এসে শেষ হয়।
এরপর বাংলা বিভাগ অ্যালামনাইয়ের আহবায়ক প্রফেসর ড. পি এম সফিকুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন অ্যালামনাই সচিব প্রফেসর সরকার সুজিত কুমার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান, বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর জুলফিকার মতিন প্রমুখ।
মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নাট্যকলা ও অভিনয়, সমাজ-সংস্কৃতি ছাত্র রাজনীতি, স্মৃতিময় প্রীতিময় শিক্ষকগণ, কবিতা কথা ও কবি কণ্ঠে কবিতা, বিভাগীয় সাহিত্য ও সংস্কৃতিচর্চা শীর্ষক পর্ব অনুষ্ঠিত হয়। এছাড়া সন্ধ্যা ৭টায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/৮ এপ্রিল ২০১৬/শরীফ