বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক গঠিত ৩ সদস্য বিশিষ্ট তদন্ত টিম আগামীকাল শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসছেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে উত্থাপিত বিভিন্ন অভিযোগ তদন্তে করতেই তারা ক্যাম্পাসে আসছেন বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত বিষয়ের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার নিয়োগ সাময়িক ভাবে স্থগিত রয়েছে। উত্থাপিত অভিযোগের বিষয়ে তদন্তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. এম শাহ নওয়াজ আলিকে আহবায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করেছে ইউজিসি।
এছাড়া তদন্ত কমিটিতে রয়েছে ইউজিসির অর্থ ও হিসাব শাখার পরিচালক মো. মিজানুর রহমান ও পাবলিক ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ফেরদৌস জামান।
তদন্তের স্বার্থে কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের যে কোন নথি ও গোপন দলিলপত্রাদি এবং সিন্ডিকেট ও অন্যান্য পর্ষদের গৃহিত সিদ্ধান্ত ও আনুষঙ্গিক কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করতে পারবেন। কমিটির প্রয়োজনে যে কাউকে জিজ্ঞাসাবাদও করতে পারবেন।
তদন্ত কাজ সম্পন্ন করে যথাশীঘ্র পূর্ণাঙ্গ একটি তদন্ত রিপোর্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে পেশ করতে বলা হয়েছে বলেও জানা গেছে।
বিডি-প্রতিদিন/৮ এপ্রিল, ২০১৬/ হিমেল-১৮