চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার সাহেব পাড়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষে মো. ইদ্রিস (২৮) নামের এক যুবক নিহত হন। গতকাল বৃহস্পতিবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই সংঘর্ষ হয়।
পুলিশ জানায়, সংঘর্ষে গুরুতর আহত ইদ্রিসকে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় নেওয়ার সময় কুমিল্লায় মৃত্যু হয়।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আক্তার বলেন, ইদ্রিসের সঙ্গে স্থানীয় জাহাঙ্গীরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জাহাঙ্গীর ও তার ভাই আলমসহ কয়েকজন বৃহস্পতিবার ইদ্রিসের ওপর হামলা করে কুপিয়ে মারাত্মক জখম করে। নিহত ইদ্রিস স্থানীয় আবদুল জব্বারের ছেলে।
বিডি-প্রতিদিন/ ০৮ এপ্রিল, ২০১৬/ রশিদা