রাজধানীর যাত্রাবাড়ী কুতুবখালী এলাকায় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এর এক আরোহী নিহত (২৮) ও অন্যজন আহত (২৬) হয়েছেন।
শুক্রবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ফ্লাইওভারের উপর দিয়ে দ্রুতবেগে যাওয়ার সময় হঠাৎ মোটরসাইকেলটি উল্টে যায়। এতে এক আরোহী ঘটনাস্থলে নিহত ও অন্যজন আহত হন।
তিনি আরও জানান, আহত ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/ ০৮ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন