দেশে ৪০ হাজারের বেশী নারী ধর্ষণ ঘটনার একটিরও বিচার হয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এম. এম পারভেজ লেলিন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে তনুকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘অবিলম্বে তনু হত্যাকাণ্ডসহ সব ধর্ষণের বিচার করতে হবে। তা না হলে দেশের মানুষ কাউকে ক্ষমা করবে না।
এসময় তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘দরকারে মানুষ রাস্তায় নেমে আসবে। ঢাকাকে অচল করে দেওয়া হবে।’
সংগঠনের ঢাকা মহানগরের সভাপতি হাসান মুহাম্মদ সমাবেশে সভাপতিত্ব করেন।
বিডি-প্রতিদিন/ ০৮ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন