খুলনা মহানগরীর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা এস এম আলমগীর (৫২) দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। গতকাল (শুক্রবার) রাত সাড়ে দশটার দিকে মহানগরীর ৩ নম্বর ওয়ার্ডের আড়ংঘাটা গাইকুড় এলাকার নিজ ঘরের দরজায় তাকে গুলি করা হয়। মাথার বাম পাশে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মহানগরীর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আব্দুল হালিম মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রাত সাড়ে দশটার দিকে মটর সাইকেল চালিয়ে নিজ বাড়িতে আসেন বিএনপি নেতা এস এম আলমগীর। তিনি মটর সাইকেল রেখে ঘরে প্রবেশের সময় পেছন থেকে মাথা লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। সঙ্গে সঙ্গে আলমগীর মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আলমগীর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ছিলেন। পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বিডি-প্রতিদিন/০৯ এপ্রিল ২০১৬/এস আহমেদ