দুই ভাগে বিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেছে দলটি। নতুন কমিটিতে ঢাকা দক্ষিণে লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতকে সভাপতি এবং ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। অন্যদিকে ঢাকা উত্তরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য একেএম রহমতউল্লাহ এমপিকে সভাপতি এবং মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাদেক খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রবিবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এ কমিটি ঘোষণা করেন।
এদিন, সংবাদ সম্মেলনে একই সঙ্গে ঢাকা মহানগর আওয়ামী লীগের থানা কমিটিগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের নামও ঘোষণা দেন সৈয়দ আশরাফ।
এসময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এতো বড় ঢাকা মহানগরকে দুই ভাগে ভাগ করায় নতুন কমিটির কাজকর্মে গতি আসবে। নতুন নেতৃত্ব আগের চেয়ে ভালো করবেন।
এর আগে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি হিসেবে প্রয়াত ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজকে চূড়ান্ত করা হয়েছিলো। গত ২৩ জানুয়ারি এম এ আজিজ মারা যাওয়ায় লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতকে সভাপতি হিসেবে চূড়ান্ত করা হয়।
আওয়ামী লীগের ঢাকা মহানগর শাখার সর্বশেষ কমিটি গঠিত হয় ২০০৩ সালের ১৮ জুন। ওই বছরের জুনে সম্মেলন অনুষ্ঠিত হলেও পরের বছর ২০০৪ সালের ১ এপ্রিল মোহাম্মদ হানিফকে সভাপতি ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে ২০০৬ সালের নভেম্বরে মারা যান মোহাম্মদ হানিফ। তার মৃত্যুর পর এক নম্বর সহ সভাপতি ওমর আলী ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে থাকেন। এরপর ওয়ান-ইলেভেনের পরিবর্তিতে পরিস্থিতিতে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান ৬ নম্বর সহ সভাপতি এম এ আজিজ।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল, ২০১৬/মাহবুব