রাজধানীর মিরপুর মণিপুর মোল্লাপাড়া থেকে হুমায়ুন কবির (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য আজ দুপুর ১২টার দিকে ওই যুবকের মরদেহ ঢাকা মেডিকলে কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। হুমায়ুন নিলফামারী সদর উপজেলার কানিয়াল খাতা গ্রামের মৃত গয়সান আলীর ছেলে।
তার আত্মীয় শহীদুল ইসলাম শহীদ জানান, চাকরির মৌখিক পরীক্ষা দিতে ঢাকায় আসে হুমায়ুন। উত্তরায় খালার বাসা থেকে শনিবার মোল্লাপাড়ায় তার ৩৭৫ নম্বর বাসায় এসে ওঠেছিল সে। রাতে খাবার টেবিলে হুমায়ুন বলে 'সবার চাকরি হয়, আমার কি চাকরি হবে না?'
চাকরি না হওয়া পর্যন্ত শহীদ তার সঙ্গে রঙ মিস্ত্রির কাজ করার প্রস্তাব দিলে রাজি হন তিনি। কিন্তু মাঝরাতে বাথরুমে গিয়ে দেখা যায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে হুমায়ুন, জানান শহীদ।
মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবীব জানান, আজ সকালে ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটা আত্মহত্যা। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরে বিস্তারিত জানা যাবে।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল ২০১৬/শরীফ