সিলেটের জৈন্তাপুর উপজেলায় বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের সেনগ্রামে আলেকজান বিবি (৪৭) নামের ওই নারীর মৃত্যু হয়।
নিহত আলেকজান বিবি ওই গ্রামের আবদুল হকের স্ত্রী।
দরবস্ত ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান বাহারুল আলম বাহার জানান, আলেকজান বিবি ঘরের বাইরে কাজ করছিলেন। এসময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
প্রসঙ্গত, গত একসপ্তাহে সিলেটের বিভিন্ন স্থানে বজ্রপাতে অন্তত ১২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
বিডি-প্রতিদিন/ ১৭ মে, ২০১৬/ আফরোজ