চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া বিএনপি নেতা লিয়াকত আলীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় লিয়াকতকেই একমাত্র আসামি করা হয়েছে। মঙ্গলবার বাঁশখালী থানার এসআই কায়কোবাদ বাদী হয়ে লিয়াকতের বিরুদ্ধে এ মামলা করেন বলে জানান থানার ওসি মো. আলমগীর হোসেন।
উল্লেখ্য, গত সোমবার বিকেলে গন্ডামারায় লিয়াকতের বাড়িতে অভিযান চালিয়ে দুটি দেশি বন্দুক, চারটি গুলি ও একটি হ্যান্ডমাইক উদ্ধার করার খবর জানায় পুলিশ। এসময় জিজ্ঞাসাবাদের জন্য লিয়াকতের বাবা দুদু মিয়াকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ