রাজধানীর এলিফ্যান্ট রোডে বেসরকারি প্রাইম ব্যাংকের এটিএম বুথ থেকে অবৈধভাবে টাকা তোলার সময় এক চীনা নাগরিক আটক করেছে র্যাব।
বুধবার বেলা ১১টার দিকে তাকে আটক করা হয় বলে জানান র্যাব-২ এর মেজর আতাউর রহমান। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম জানাতে পারেননি।
তিনি জানান, আটক ওই চীনা নাগরিক বুথ থেকে অবৈধভাবে ৬৬ হাজার টাকা উত্তোলন করেছেন। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/১৮ মে, ২০১৬/আফরোজ/মাহবুব