রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিস্ফোরক মামলায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুসহ ২৯ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।
মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, জয়নাল আবদীন ফারুক, শিমুল বিশ্বাস, মীর শরাফত আলী শপু প্রমুখ।
প্রসঙ্গত, গত বছরের জানুয়ারি মাসে রাজধানীল পল্টন থানা এলাকায় নাশকাতার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলটি দায়ের করে। এরপর চলতি বছরের ৭ ফ্রেব্রুয়ারি বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত মহাসচিব (বর্তমান মহাসচিব) মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫৩ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ।
এ মামলায় বুধবার আদালতে সশরীরে উপস্থিত হয়ে জামিন নিয়েছেন মির্জা ফখরুল, আমানুল্লাহ আমান, শামসুজ্জামান দুদুসহ বাকি নেতারা।
বিডি-প্রতিদিন/১৮ মে, ২০১৬/মাহবুব