বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে আজ বুধবার ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেকের বৈঠক হওয়ার কথা রয়েছে।
বুধবার বিকাল সাড়ে পাঁচটায় গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন চেয়ারপার্সনেরর মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তবে কোন বিষয়ে কথা হবে তা তিনি স্পষ্ট করেননি। বিএনপি একটি সূত্র বলছে, দেশের সম্প্রতিক বিষয়াবলী নিয়েই তাদের মধ্যে আলোচনা হতে পারে।
বিডি-প্রতিদিন/১৮ মে, ২০১৬/মাহবুব