চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে চুল পরিমাণ অবহেলা বা গাফিলতি পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আজ বুধবার চসিকের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে নবনিযুক্ত ডাক্তার, স্টাফ নার্স ও মিডওয়াইফদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে একথা বলেন।
মেয়র বলেন, চসিক বিনা ট্যাক্সে নগরবাসীর দোরগোড়ায় স্বাস্থ্য ও শিক্ষাসেবা দিয়ে যাচ্ছে। ডাক্তার, নার্স ও মিডওয়াইফদের মধুর ব্যবহার, মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে রোগীদের সেবা দিতে হবে। রোগীদের আশা ও ভরসার ঠিকানা একজন ডাক্তার। চসিক বিনা ট্যাক্সে ভর্তুকি দিয়ে নগরবাসীর স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। সেবা-প্রত্যাশী কোনো রোগী যেন সেবা থেকে বঞ্চিত না হয়।
অনুষ্ঠানে প্যানেল মেয়র নিছার উদ্দিন আহমদ মঞ্জু, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, উপ-সচিব সাইফুদ্দিন মাহমুদ কাতেবী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, কনসালটেন্ট ডা. প্রীতি বড়ুয়া ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৮ মে ১৬/ সালাহ উদ্দীন