রাজধানীর বাড্ডার একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরণে ছিল সালোয়ার কামিজ।
বৃহস্পতিবার সকালে বাড্ডার একশ ফুট রাস্তার শেষ মাথায় বেরাইদ শ্মশান ঘাটের খালে লাশটি পাওয়া যায় বলে জানান বাড্ডা থানার ওসি এম এ জলিল।
তিনি বলেন, “মৃতদেহে কোনো ধরনের জখমের চিহ্ন নেই। খালের পাশ দিয়ে নতুন রাস্তা রয়েছে; হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনাবশত পড়ে গেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”
বিডি-প্রতিদিন/১২ মে, ২০১৬/মাহবুব