গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প এলাকার ট্যাম্পাকো ফয়েলস এন্ড প্যাকেজিং কারখানায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নি দূর্ঘটনায় ধ্বসংস্তূপ ভবনের মালামাল চুরির ঘটনায় গত মঙ্গলবার রাতে টঙ্গী থানায় মামলা হয়েছে।
জানা গেছে, কারখানার এক নিরাপত্তাকর্মী লূৎফর রহমান বাদী হয়ে এ মামলাটি করেন। এ ঘটনার পর পুলিশ গতকাল বিকালে টঙ্গীর পাগাড় এলাকার একটি গোডাউন থেকে কিছু মালামাল উদ্ধার করেন।
মামলার বাদী জানান, ‘ধ্বসংস্তূপ ভবনের পাশে খোলা আকাশের নিচে রক্ষিত তামা ও লোহাসহ মূল্যবান কিছু মালামাল রাতের আধারে গত কয়েকদিন ধরে কে বা কারা চুরি করে নিয়ে যায়। এ বিষয়টি কারখানা কর্তৃপক্ষের মধ্যে জানাজানি হলে গত মঙ্গলবার রাতে টঙ্গী থানায় একটি মামলা করেন।’
এ ব্যাপারে থানার ওসি ফিরোজ তালুকদারে সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘চুরির ঘটনায় নিরাপত্তাকর্মী লূৎফর রহমান বাদী হয়ে বেশ কয়েকজন অজ্ঞাত নামা আসামীদের বিরুদ্ধে একটি মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’
মালামাল উদ্ধারের বিষয়ে তিনি আরও বলেন, ‘মামলার আলামত হিসেবে কিছু মালামাল আমরা গতকাল থানায় এনেছি। তবে যে মালামাল থানায় আনা হয়েছে তা চুরির মাল নয়।’
বিডি-প্রতিদিন/৫ অক্টোবর, ২০১৬/তাফসীর