৬ অক্টোবর, ২০১৬ ১৩:৪৬
চট্টগ্রামে মিতু হত্যা

মুছাকে ধরিয়ে দিতে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা পুলিশের

অনলাইন ডেস্ক

মুছাকে ধরিয়ে দিতে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা পুলিশের

চট্টগ্রামে আলোচিত এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের পর চার মাস অতিবাহিত হলেও প্রধান আসামি কামরুল ইসলাম মুসা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তাই তাকে ধরিয়ে দিতে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

বৃহস্পতিবার দুপুরে সিএমপি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সিএমপি কমিশনার ইকবাল বাহার।

তিনি বলেন, সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার প্রধান আসামি মুছাকে কেউ যদি ধরিয়ে দিতে পারে তাহলে তাকে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

গত ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু শিশু সন্তানের সামনে দুর্বৃত্তদের হাতে খুন হন।

বিডি প্রতিদিন/ ০৬ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর