রাজধানীর লালবাগ ও শ্যামপুর এলাকায় পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তারা হলেন, পঞ্চগড় জেলার মমিনুল হক (৪০) ও নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার মো. হান্নান (৩৫)।
জানা গেছে, সকালে শ্যামপুরে অবস্থিত আরআরএম স্টিল মিলে কাজ করতে গিয়ে মাথায় আঘাত পান মমিনুল। তাকে গুরুতর আহত অবস্থায় ঢামেকে আনা হলে সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, লালবাগ থেকে রিকশায় করে টিন নিয়ে রসুলবাগ যাওয়ার পথে রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন রিকশা চালক হান্নান। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে হান্নানকে মৃত ঘোষণা করেন।
মরদেহ দুটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
বিডি-প্রতিদিন/এস আহমেদ