শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যে কাজ করেছেন, তার সুফল হিসেবে ইতোমধ্যে বিশ্বব্যাংকের রেটিংয়ে আমরা নিম্নমধ্য আয়ের দেশে পদার্পন করতে সক্ষম হয়েছি। ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের কনফারেন্স হলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দা, অভ্যন্তরীণ অপরাজনীতি মোকাবেলা করে বাংলাদেশ সদ্য বিদায়ী অর্থবছরে ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করে বিশ্ববাসীতে তাক লাগিয়ে দিয়েছে। এক সময় বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি হিসেবে পরিচিত থাকলেও বিশ্ব নেতৃত্বের কাছে বাংলাদেশ এখন উদীয়মান অর্থনীতির দেশ।
ঢাকা বিশ্ববিদ্যালয় টেকনোলজি ট্রান্সফার অফিসের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
বিডি-প্রতিদিন/ ০৬ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন