চট্টগ্রাম মহানগরের ডবলমুরিং থানার মৌলভিপাড়া এলাকায় সোহানা আক্তার (২৯) নামে পোশাক কর্মীকে তার স্বামী মোহাম্মদ রাজীব শ্বাসরোধ করে হত্যা করেছেন। হত্যার পর রাজীব পালিয়ে যায়। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের সময় একই বাসায় সোহানার বাবা-মা ঘুমাচ্ছিলেন। বৃহস্পতিবার সকালে সোহানার নিথর দেহ খাটের উপর পাওয়া যায়। পরে সকাল ৮টার দিকে সোহানার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহম্মদ খান বলেন, রাজীব নগরীর বিভিন্ন রুটের বাসে চালকের সহকারী হিসেবে কাজ করে। রাতে পারিবারিক কলহের জের ধরে সোহানাকে শ্বাসরোধে হত্যা করে রাজীব। পুলিশ সোহানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সোহানার বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
বিডি-প্রতিদিন/ ০৬ অক্টোবর, ২০১৬/ আফরোজ