চট্টগ্রামের পটিয়া উপজেলায় গতকাল বৃহস্পতিবার গভীর রাতে লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর দুই ব্যক্তি। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার মনসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন মো. আবু বকর (৫০) ও সুব্রত তালুকদার (২৩)। অজ্ঞাত ব্যক্তির বয়স ৪০ বছর বলে জানা গেছে।
পটিয়া হাইওয়ে থানার সার্জেন্ট জিল্লুর রহিম জানান, নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে লেগুনাটি খাদে পড়ে যায়। এতে পাঁচ জন আহত হয়। রাতেই আহত ব্যক্তিদের চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত ২টার পর তিন জনের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/৭ অক্টোবর, ২০১৬/ফারজানা