গাজীপুরে চেয়ারম্যান মার্কেটের একটি মোটর গ্যারেজে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি মোটরসাইকেলসহ মালপত্র পুড়ে গেছে।
জয়দেবপুর ফারার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, কোনাবাড়ি-আমবাগ-তেঁতুলতলা মোড় এলাকায় চেয়ারম্যান মার্কেটের মো. জাহিদ মিয়ার মোটর গ্যারেজে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। পরে তা পাশের মো. শহিদের গ্রিল তৈরির ওয়ার্কশপে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
আগুনে জাহিদের দোকানের দুইটি মোটরসাইকেল ও মালপত্র পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ