ঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতির (নাজেসাস) পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। দুই বছর মেয়াদি এই কমিটিতে বাংলাদেশ প্রতিদিনের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের সহ-সম্পাদক এনায়েত করিম সাধারণ সম্পাদক পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের অভ্যর্থনা কক্ষে সমিতির আহ্বায়ক কমিটির সভা শেষে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি এমদাদুল হক (দৈনিক যুগান্তর), যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুল ইসলাম কামরুল (দৈনিক নয়া দিগন্ত), সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর (চ্যানেল২৪), কোষাধ্যক্ষ ইমদাদুল হক (বণিকবার্তা) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু খালিদ (যমুনানিউজ২৪.কম)।
এছাড়া নিবাহী সদস্য হিসেবে দুইজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন, নির্বাহী সদস্য-১ আতিকুর রহমান চৌধুরী (দৈনিক যুগান্তর) ও নির্বাহী সদস্য-২ কাজী খায়রুল বাশার (ই-ম্যাথ বাংলাদেশ)।
নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন ঢাকাস্থ রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি (আরডিডেএ-ঢাকা), নওগাঁ জেলা মিডিয়া ফোরাম, পাবনা জার্নালিস্ট ফোরাম (পিজেবি), সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি,ঢাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিসহ (রাবিসাস) বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠন।
বিডি প্রতিদিন/ ০৭ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম