৭২ ঘন্টা পর্যবেক্ষণের পরও খাদিজা বেগম নার্গিসের অবস্থা সম্পর্কে একটা শব্দ উচ্চারণ করতে পারেননি চিকিৎসকরা। গতকাল শুক্রবার ১২টায় নার্গিসের অবস্থা জানাতে আরও ২৪ ঘন্টা সময় চান চিকিৎসকরা। সেই ২৪ ঘন্টাও এবার শেষ হতে চলেছে। শুধু পরিবার, বা আত্মীয় স্বজনরাই নন, নার্গিসের খবর শুনতে উন্মুখ হয়ে আছে দেশবাসী।
শুক্রবার স্কয়ার হাসপাতালের অ্যাসোসিয়েট মেডিক্যাল ডিরেক্টর এবং মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের কন্সালট্যান্ট ডা. মির্জা নাজিমুদ্দিন জানান, এটি একটি মেডিক্যাল প্রসিডিউর। আগামীকাল (শনিবার) দুপুর ১২টার পর খাদিজার শারীরিক অবস্থার বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম সিলেট এমসি কলেজের পুকুর পাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। প্রথমে তাকে সিলেটে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ৪ অক্টোবর ভোরে তাকে ঢাকায় আনা হয়। ওই দিন দুপুরে স্কয়ার হাসপাতালে অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখেন।
বিডি প্রতিদিন/৮ অক্টোবর, ২০১৬/ফারজানা