ব্যবসায়ীদের জন্য ভিসা সুবিধা আরও সহজ করা হবে বলে জানিয়েছেন রাজশাহী বিভাগের ভারতীয় সহকারী হাইকমিশনার মি.অভিজিৎ চট্রোপধ্যায়। আজ শনিবার চাঁপাইনবাবগঞ্জ চেম্বার আয়োজিত সংবর্ধনাসভায় প্রধানঅতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
ভারতের মোহদীপুরে পাসপোর্টধারীদের হয়রানী প্রসঙ্গে মি.অভিজিৎ চট্রোপধ্যায় বলেন, ‘সকল কর্মচারীই সমান না। তবে পাসপোর্টধারী যাত্রীদের যেন হয়রানী করা না হয় এজন্য ইমিগ্রেশন ও কাষ্টমসকে বন্ধসুলভ আচরণ করতে পরামর্শ দেয়া হবে’।
চেম্বার সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ জহিদুল ইসলাম, ট্রাক মালিক সমিতির সভাপতিআমিনুল ইসলাম সেন্টু, বাসমালিক সমিতির সভাপতি অ্যাডভোকেট লুৎফররহমান ফিরোজ, আমদানীকারক মোঃ আকবর আলী, রপ্তানীকারক মোঃ আলমগীর হোসেন, আব্দুল হান্নানসহ অন্যরা।
বক্তাগণ বলেন, ভারতের ট্রাক বাংলাদেশে প্রবেশের পর দ্রুত মাল খালাস করে আবারতা ভারতে ফেরত পাঠানো হয়। অথচ বাংলাদেশি ট্রাক পণ্য নিয়ে ভারতে গেলেবিভিন্ন অজুহাতে তা ভারতে ৫ থেকে ৭দিন আটকে রাখা হয়। এজন্য ভারতে স্থায়ীট্রাক টার্মিনাল নির্মাণের দাবী জানান তারা।
বিডি-প্রতিদিন/৮ অক্টোবর, ২০১৬/তাফসীর