সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে মারধর ও অপহরণের চেষ্টার অভিযোগে আটককৃত কথিত প্রেমিক কাওসার ও তার বোন ফাহমিদাকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। শনিবার মহানগর হাকিম আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বরাত দিয়ে জালালাবাদ থানার ওসি আকতার হোসেন জানান- গত শুক্রবার দুপুরে কাওসার শাবির এক ছাত্রীকে জোরপূর্বক রিক্সায় তুলে তাকে মারধর ও অপহরণের চেষ্টা চালায়। এসময় আক্রান্ত ছাত্রীর চিৎকারে শিক্ষকরা এগিয়ে গেলে ওই যুবক পালানোর চেষ্টা করে। পরে তাকে ও তার বোনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার রাতেই নির্যাতিত ছাত্রী বাদী হয়ে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় কাওসার ছাড়াও সহযোগী হিসেবে তার বোন ফাহমিদাকেও আটক দেখানো হয়। আটক কাওসারের বাড়ি হবিগঞ্জ শহরের গ্যাস অফিস এলাকায়। সে চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলেও জানানো হয়ে। এদিকে কাওসারের দাবি, শাবির ওই ছাত্রীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। তার সাথে দেখা করতেই শুক্রবার বোনকে সাথে নিয়ে তিনি শাবি ক্যাম্পাসে এসেছিলেন।
বিডি প্রতিদিন/ ৮ অক্টোবর ২০১৬/হিমেল