রাজশাহী মহানগরীতে রিকশা ও অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ, মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন দাবি জানিয়েছেন সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।
শনিবার সকাল ১১টায় রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে মতবিনিময় সভায় পরিষদের নেতৃবৃন্দ বিভিন্ন দাবি তুলে ধরেন। আরএমপির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম রক্ষা সংগ্রাম পরিষদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। এজন্য নাগরিক সচেতনতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন।
সভার শুরুতে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের পক্ষে সভাপতি মো. লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক জামাত খান বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি পুলিশ কমিশনারের হাতে তুলে দেন। এছাড়া পরিষদের বিভিন্ন সময় কার্যক্রম ও আন্দোলন সংগ্রামের ডকুমেন্টও পুলিশ কমিশনারকে প্রদান করেন নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/ ০৮ অক্টোবর, ২০১৬/ আফরোজ