চট্টগ্রামে জুলি আকতার নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকার বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
জুলি ওই এলাকার তৌহিদুল আলমের স্ত্রী। লাশ উদ্ধারের পর থেকে তৌহিদের খোঁজ পায়নি পুলিশ।
খুলশী থানা পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জুলির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। ঘটনার পর থেকে তৌহিদকে নিখোঁজ রয়েছেন। তাকে পাওয়া গেলে এ কি কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যাবে।
বিডি-প্রতিদিন/ ০৮ অক্টোবর, ২০১৬/ আফরোজ